মেধা তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে: ৩০ জুন ২০২৫, বিকাল ৫.০০ টা - ১৫ জুলাই ২০২৫, বিকাল ৫.০০ টা পর্যন্ত।
সুনামগঞ্জ সরকারি কলেজ এর অনলাইন ভর্তি প্রক্রিয়ায় স্বাগতম। স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ বা কম্পিউটার থেকে কলেজের ভর্তি ফরমটি পূরণ করা যাবে। ভর্তি সংক্রান্ত নির্দেশনাটি মনোযোগ সহ পড়ুন।
*** বিশেষ সতর্কতা: Application Roll Number ঘরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় প্রাপ্ত রোল নম্বর/Application ID দিন। SSC রোল নম্বর দিলে ভর্তি এপ্রুভ করা হবে না। *** |
১ম রিলিজ স্লিপের মেধা তালিকা থেকে ভর্তির জন্য নিচের নির্দেশনা অনুসরণ করুন।
ভর্তি ফি সংক্রান্ত তথ্য:
সময়সীমা: ৩০ জুন ২০২৫, বিকাল ৫.০০ টা - ১৫ জুলাই ২০২৫, বিকাল ৫.০০ টা পর্যন্ত। |
কলেজ ওয়েবসাইটে ভর্তি ফরম পূরণ:
**ভর্তি ফি প্রদানের ট্রান্জেকসন আইডি স্বয়ংক্রিয়ভাবে যাচাই হওয়ার পর কলেজ ওয়েবসাইটের ভর্তি ফরমটি আসবে। তাই ফি জমাদান না করে ফরম পূরণ করা যাবে না।
**ছবি সংক্রান্ত নির্দেশনা: আবেদন ফরমে সামনে থেকে তোলা, কাঁধ ও মুখমন্ডল স্পষ্ট, এক রঙের ব্যাকগ্রাউন্ড সহ ও ফরমাল পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করতে হবে (সফট কপি সাথে রাখতে হবে)।
ছবির সাইজ হবে: উচ্চতা- ৩০০ পিক্সেল ও পাশ- ১০০ পিক্সেল।
নমুণা ছবি:
পুরাতন ছবি থেকে ছবি, সেলফি, চোখে রোদ চশমা লাগানো, বাঁকা ভাবে তোলা, সামাজিক অনুষ্ঠানে তোলা, ব্যাকগ্রাউন্ডে অন্যান্য বস্তু আছে এমন ছবি দিলে ভর্তি নিশ্চায়ন করা হবে না।
ভর্তি ফরম পূরণের ধাপসমূহ:
Apply Now বাটনে ক্লিক করে প্রাপ্ত ভর্তি ফরমের ১ম ধাপে-
(i) Applicatio Roll Number ঘরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় প্রাপ্ত রোল নম্বর দিন,
***বিশেষ সতর্কতা: এই ঘরে SSC রোল নম্বর দিলে ভর্তি এপ্রুভ করা হবে না।***
(ii) এস এস সি পাশের বোর্ড সিলেক্ট করুন এবং
(iii) এস এস সি পাশের সাল সিলেক্ট করুন
(iv) Transaction ID ঘরে ফি পরিশোধের পর প্রাপ্ত Trx. ID দিন
(v) মোবাইল নম্বরের ঘরে একটি সচল মোবাইল নম্বর সঠিকভাবেে এন্ট্রি দিন। মোবাইল নম্বরটি আপনার সাথে কলেজের যোগাযোগের মাধ্যম হবে। আবেদন সাবমিশন ও কনফার্মেশন মেসেজ এই নম্বরে এস এম এস করা হবে। এছাড়া পাসওয়ার্ড রিসেটসহ অন্যান্য সিকিউরিটি মেসেজ এই নম্বরে পাঠানো হবে। এজন্য মোবাইল নম্বরটি অবশ্যই আপনার নিজের অথবা অভিভাবকের হতে হবে।
(vi) পাসওয়ার্ড দিন ও সংরক্ষণ করুন। পাসওয়ার্ডটি কলেজ ওয়েবসাইটে লগইনের জন্য ব্যবহার করতে হবে। তবে লগইন করার পর আপনি পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন।
(vii) চেক বক্স-এ টিক প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করুন।
- এ পর্যায়ে আপনি দ্বিতীয় ধাপে প্রবেশ করবেন। এই ধাপে যত্নের সাথে প্রতিটি তথ্য নির্ভুল ভাবে পূরণ করুন। * চিহ্নিত ক্ষেত্রগুলি অবশ্যই পূরণ করতে হবে। ছবি আপলোডের সময় নির্দেশনা মেনে যথাযথ ছবি আপলোড করতে হবে। কোন তথ্য ভুল বা অসত্য হলে কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। তথ্যগুলো ভালোভাবে যাচাই করে নিশ্চিত হয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। ভুল তথ্য ও ভুল ছবির জন্য শিক্ষার্থী দায়ী থাকবে।
- ফাইনাল সবমিট করার পর একটি পিডিএফ ফাইল জেনারেট হবে। এটি আপনার আপনার পূরণকৃত ভর্তি ফরম। এটি সংরক্ষণ করুন ও প্রিন্ট নিন। অন্যান্য কাগজপত্রের সাথে এই পূরণকৃত ভর্তি ফরমটি কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। ডাউনলোডকৃত ভর্তি ফরমে উল্লিখিত Allocated Roll Number ই আপনার কলেজ রোল নম্বর।
***পূরণকৃত ভর্তি ফরমে SSC INFO তে এসএসসি রোল নম্বর ঘরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় প্রাপ্ত রোল নম্বর দেখাবে। এভাবেই ফরম জমা দিতে হবে। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সংশোধন করে নিবে। ***
ভর্তি ফরম পূরণের সময়সীমা: ৩০ জুন ২০২৫, বিকাল ৫.০০ টা - ১৫ জুলাই ২০২৫, বিকাল ৫.০০ টা পর্যন্ত।
ভর্তি ফরম ও অন্যান্য কাগজপত্র জমাদানের স্থান: সংশ্লিষ্ট বিভাগ
- যে সকল কাগজ কলেজে (সংশ্লিষ্ট বিভাগে) জমা দিতে হবে:
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এ পূরণকৃত ভর্তি ফরমের কলেজ কপি ০১ (এক) কপি কলেজে জমা দিতে হবে এবং স্টুডেন্ট কপি ০১ (এক) কপি বাসায় সংরক্ষণ করতে হবে।
- কলেজ ওয়েবসাইটে পূরণকৃত ভর্তি ফরম ০১ (এক) কপি কলেজে জমা দিতে হবে এবং ০১ (এক) কপি বাসায় সংরক্ষণ করতে হবে।
- Sonali Bank Payment System এর মাধ্যমে ভর্তি ফি পরিশোধের স্লিপ ০১ (এক) কপি কলেজে জমা দিতে হবে।
- এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষার রেজিস্ট্রেসন কার্ডের ফটোকপি ০১ কপি করে কলেজে জমা দিতে হবে।
- এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষার একাডেমিক ট্রান্সিক্রিপ্টের ফটোকপি ০১ কপি করে কলেজে জমা দিতে হবে।
- এসএসসি ও এইচএসসি প্রশংসাপত্রের ফটোকপি ০১ (এক) কপি করে কলেজে জমা দিতে হবে।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ০২ (দুই) কপি জমা দিতে হবে। ছবির পিছনে কলেজ রোল নম্বর (কলেজ ওয়েবসাইট থেকে প্রাপ্ত ভর্তি ফরমে উল্লিখিত Allocated Roll Number) লিখতে হবে। ছবি সামনে থেকে তোলা, কাঁধ ও মুখমন্ডল স্পষ্ট, এক রঙের ব্যাকগ্রাউন্ড সহ ও ফরমাল পাসপোর্ট সাইজের ছবি হতে হবে। পুরাতন ছবি থেকে ছবি, সেলফি, চোখে রোদ চশমা লাগানো, বাঁকা ভাবে তোলা, সামাজিক অনুষ্ঠানে তোলা, ব্যাকগ্রাউন্ডে অন্যান্য বস্তু আছে এমন ছবি দিলে ভর্তি নিশ্চায়ন করা হবে না।
- সকল কাগজপত্র একটি A4 সাইজের খামে প্রবেশ করিয়ে খামের উপর শিক্ষার্থীর নাম, বিভাগের নাম, কলেজ ওয়েবসাইট থেকে প্রাপ্ত ক্লাস রোল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের Application Roll No., মোবাইল নম্বর লিখে জমা দিতে হবে।
সশরীরে কাগজপত্র জমাদানের সময়সীমা: ৩০ জুন ২০২৫, বিকাল ৫.০০ টা - ১৫ জুলাই ২০২৫, বিকাল ৫.০০ টা পর্যন্ত।
- ক্লাস শুরু:
ক্লাস শুরু হয়েছে: ২১ জুলাই ২০২৫ খ্রি.
স্থান: সংশ্লিষ্ট বিভাগ
- একাউন্টে লগইন:
অ্যাপ্রুভ হওয়ার পর কলেজ ওয়েবসাইটের নতুন একাউন্টে লগইন করা যাবে। লগইন করার জন্য user ID হিসেবে কলেজ রোল নম্বর এবং শিক্ষার্থীর দেয়া পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। কলেজের সাথে সম্পর্কিত বিভিন্ন অনলাইন সুবিধা একাউন্টের মাধ্যমে পাওয়া যাবে।
‘‘সুনামগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ’’